হিন্দু মুসলিমের বিশ্বাসের পার্থক্য
আমাদের এই উপমহাদেশে হিন্দু ও মুসলিম , দুটি ধর্মীয় জাতি আছে ।
এখানে হিন্দুরা বিশ্বাস করে তাদের মৃত্যুর পর তারা ভূট হবে আর পুনরায় জন্মগ্রহন করবে এবং তারা বহু স্রষ্টায় বিশ্বাস করে ।
তাদের বিশ্বাসে তারা স্রষ্টার সীমাবদ্ধতা সম্পর্কে স্পষ্ট করে । তাদের কাছে সব কিছুই ভগবান হয়ে যায় মাঝে মাঝে ।
কিন্তু মুসলিমদের কাছে যে স্রষ্টার ধারণা পাওয়া যায় তাতে এটি স্পষ্ট যে , স্রষ্টা একজন । তিনি মহান । তার বৈশিষ্ট্যগুলি সূরা ইখলাসের মধ্যে পাওয়া যায় ।
তাই হিন্দুদের পরকাল সম্পর্কে তেমন ভ্রুক্ষেপ নাই । তাদের কাছে ইহকাল ই সব । যেমন টা আমি গত কয়েকদিন আগে জনাব সুশান্ত পালের পোস্ট থেকে বুঝতে পেরেছি ।
আমরা সবাই পরাধীন । আমরা নিজেকে পরিপূর্ণভাবে স্বাধীন করতে চাইলে দুনিয়াতে অশান্তি ও বিশৃংখলার সূত্রপাত হবে এবং পৃথিবী অশান্ত হয়ে উঠবে ।
আমাদের তথাকথিত বুদ্ধিজীবীদের মত করে ভাবলে আমরা মূর্খতার চরম পর্যায়ে উপনীত হব যা এমন এক পরিস্থিতির জন্ম দিবে যেখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে যাবে ।
তাই আমাদের সবারই সাবধান থাকতে হবে ।
-
Md. Emran HossenDecember 13, 2023 at 10:36 PMProfileMd. Emran HossenSaid: Md. Emran HossenView profileMd. Emran HossenReply